মেমারি জামিয়ায় খতমে কুরআন ও খতমে বুখারীর প্রোগ্রাম ও দোয়া মজলিস

Spread the love

মেমারি জামিয়ায় খতমে কুরআন ও খতমে বুখারীর প্রোগ্রাম ও দোয়া মজলিস

সেখ সামসুদ্দিন, ৬ ফেব্রুয়ারিঃ বিশিষ্ট ইতিহাসবিদ ও লেখক জনাব হাফেয গোলাম আহমাদ মোর্তজা (রহ.) প্রতিষ্ঠিত পশ্চিমবাংলার ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম মেমারিতে ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সম্পন্ন হয় খতমে কুরআন ও খতমে বুখারীর বরকতপূর্ণ অনুষ্ঠান। বুখারী শরীফের শেষ হাদীসের পাঠদান করেন প্রধান অতিথি প্রখ্যাত ইসলামি স্কলার ও পশ্চিমবঙ্গের আমীরে শরীয়ত মাওলানা মঞ্জুর আলম কাসেমী। উল্লেখ্য, সারা বাংলায় সর্বপ্রথম এখান থেকেই সূচনা হয় মাওলানা, মুফতী, ক্বারী ও আরবি সাহিত্যের ক্লাস। চলতি শিক্ষাবর্ষে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২৯ জন ছাত্র ফারেগ হবেন। প্রধান অতিথির দোয়ার মাধ্যমে এ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মহতী ওই অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়ার অধ্যক্ষ ক্বারী শামসুদ্দীন আহমাদ , সম্পাদক মাওলানা কাজী ইয়াসীন, শাইখুল হাদীস মাওলানা আমানাতুল্লাহ কাসেমী, এ রাজ্যের নায়েবে আমীরে শরীয়ত মাওলানা হাজিবুদ্দীন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *