মেমারি প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন ও পরিচর্যা কর্মসূচী
আনোয়ার আলি, মেমারি, ১৩ ডিসেম্বর ২০২৪
মেমারি প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন ও পরিচর্যা কর্মসূচী মেমারি গ্রামীন হাসপাতালে। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য়, মেমারি হাসপাতালের বিএমওএইচ দেবাশীষ বালা, মেমারি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-১ এর পরিচালন কমিটির সভাপতি ঘোষ দোস্তিদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এক বৃক্ষপ্রেমিকের অনুপ্রেরণায় ও কিড জি মেমারির সহযোগিতায় এদিন মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে ২০ টি ঝাউ গাছ ও রক্ষাণাবেক্ষণের জন্য বেরা দেওয়া হল। উক্ত কর্মসূচীতে এক বৃক্ষপ্রেমিক ও কিডি জি মেমারি সহযোগিতা করেছেন। মেমারি প্রেস ক্লাবের সভাপতি নূর আহামেদ জানান, প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সারা বছর ধরেই আমরা এলাকার বিভিন্ন স্কুলে বৃক্ষরোপন করেছি। শুধু বৃক্ষরোপনই নয় আমরা তার সাথে সাথে পরিচর্যাও করছি। সাংবাদিকতা পেশার সাথে সাথে বিুভিন্ন সমাজসেবামূলক কর্মসূচী করা হয় মেমারি প্রেস ক্লাবের উদ্যোগে।