মেমারি শহর ও ব্লকে রাখি বন্ধন উৎসব

Spread the love

মেমারি শহর ও ব্লকে রাখি বন্ধন উৎসব

সেখ সামসুদ্দিন, ৯ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের চিড়া ও যুব কল্যাণ দপ্তরে উদ্যোগে মেমারি শহর ও ব্লকে রাখি বন্ধন উৎসব মেমারি পৌরসভা আয়োজিত এই রাখি বন্ধন উৎসব মেমারি চকদিঘী মোড়ে ও বামুনপাড়া মোড়ে উদযাপিত হয়। চকদিঘী মোরে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ এক থেকে ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা, সেখ ইউসুফ, মানসুরা বেগম, মিঠু সরকার, ডঃ কৃষ্ণপদ বিশ্বাস ডাঃ চিরঞ্জীব ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অপর দিকে বামুনপাড়া মোড়ে উপস্থিত ছিলেন বাকি কাউন্সিলরগণ। মেমারি ১ ব্লকের আদিবাসী দিবস মঞ্চে রাখি বন্ধন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ কর্মাধ্যক্ষবৃন্দ, বিডিও শতরূপা দাস সহ সমস্ত বিভাগীয় আধিকারিকবৃন্দ এবং ব্লক ও শহরের যুব কল্যাণ অফিসার পূর্বালীনা পাল। ব্লক ও শহরে পথচলতি মানুষ ও যানবাহন চালক ও আরোহীদের রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয়। ব্লকের অনুষ্ঠানের সূচনায় একজন পুরোহিত ও একজন মুসলিম ধর্মের মানুষ একে অপরকে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *