সেখ সামসুদ্দিন, ১৭ ডিসেম্বরঃ মেমারি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গেলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। হসপিটালে চিকিৎসক, রোগী, নার্স সহ রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে অসুবিধা সুবিধার বিষয়ে খোঁজ খবর নেন। একই সঙ্গে একশো বেডের যে হসপিটাল বিল্ডিং নির্মাণ কাজ চলছে এবং বিধায়ক ফান্ডে শেড নির্মাণ কাজ সহ হসপিটাল চত্বর ঘুরে পরিদর্শন করেন। হাসপাতালের বিশ্ববাংলা সৌন্দর্যায়ন বাগানে বিধায়ক ডঃ বিধান চন্দ্র রায়ের একটি মূর্তি স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন। বিধায়কের মাঝেমধ্যেই হাসপাতাল পরিদর্শন আসাতে রোগীর বাড়ির লোকেরা খুশি, তাদের সুবিধা ও অসুবিধার কথা জানাতে পাশে পান বিধায়ককে। এছাড়াও ঘনঘন বিধায়কের আসার ফলে হাসপাতালে পরিষেবার মানের অনেক উন্নতি হয়েছে।