মেমারি ১ পঞ্চায়েত সমিতির বিচারে সেরাদের পুরস্কার বিতরণ
সেখ সামসুদ্দিন, ১০ অক্টোবরঃ মেমারি ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মেমারি ১ ব্লকের অন্তর্গত ১০টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত দুর্গাপুজোগুলির মধ্যে থেকে ১)প্যান্ডেল থিম ও সমাজ সচেতনতা বিষয়ে প্রথম স্থান অর্জন করে বাগিলা অঞ্চলের সংহতি পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি। দ্বিতীয় স্থান অর্জন করে দলুইবাজার ১ অঞ্চলের পাল্লা রোড পল্লীমঙ্গল সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তৃতীয় স্থান অর্জন করে দুর্গাপুর অঞ্চলের চোটখণ্ড পূর্ব পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি।
২)প্রতিমা ও আলোক সজ্জায়
প্রথম স্থান অর্জন করে নিমো ১ অঞ্চলের রসুলপুর উত্তর বাজার আমরা কজন সার্বজনীন দুর্গাপূজা কমিটি। দ্বিতীয় স্থান অর্জন করে বাগিলা অঞ্চল বাগিলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তৃতীয় স্থান অর্জন করে কাকডাঙ্গা নেতাজি সংঘ আমাদপুর অঞ্চলের এই দুটি বিভাগের উপর মোট ছটি স্মারক পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলা পরিষদ এর কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জীর উপস্থিতিতে এবং মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ-সভাপতি বসন্ত রুইদাস সহ সকল কর্মাধ্যক্ষগণের উপস্থিতিতে পুজো কমিটিগুলির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।