মেরা যুবা ভারত-হুগলীর সহযোগিতায় দু’দিন ব্যাপি জাঙ্গিপাড়া ব্লক Sports প্রতিযোগিতা
সঞ্জয় কুমার দোলুই, হুগলি : মেরা যুবা ভারত-হুগলীর সহযোগিতায় রহিমপুর নবারুণ সংঘের আয়োজনে সিংটী বারোয়ারী ফুটবল মাঠে দু’দিন ব্যাপি জাঙ্গিপাড়া ব্লক Sports প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। এই Sports প্রতিযোগিতায় ১৫ থেকে ২৯ বছর বয়সের মহিলাদের জন্য দড়ি টানাটানি, ১ কি.মি. দৌড় প্রতিযোগিতা ও শটপুট থ্রোয়িং প্রতিযোগিতা ছেলেদের জন্য স্লো-সাইকেল রেস, ২ কি.মি. দৌড় ও আট টিমের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। জাঙ্গিপাড়া ব্লকের বিভিন্ন গ্ৰাম থেকে প্রায় ১৮০ জন ছেলে -মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অলকেশ মাইতি, বিশিষ্ট শিক্ষাবিদ নির্মল পাল, শিক্ষাবিদ অষ্টম মালিক, অধ্যাপক মানবেন্দ্র প্রামাণিক।
সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট আবৃত্তিকার, শিক্ষক গৌতম বাকুলী।
