মোদীর জন্মবার্ষিকী পালনে বঙ্গ বিজেপির কুড়ি দিন কর্মসূচি

Spread the love

মোদীর জন্মবার্ষিকী পালনে বঙ্গ বিজেপির কুড়িদিন
এস.মন্ডল,


আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মবার্ষিকী। এই জন্মদিন পালনে ২০ দিন ধরে চলবে বঙ্গ বিজেপির নানান  অনুষ্ঠান। ১৭ সেপ্টেম্বর  থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা নানা কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যজুড়ে মোদি মেলা, নমো কুইজ কনটেস্ট, সেবা ও সমর্পণ কর্মসূচি, স্বচ্ছতা অভিযান কর্মসূচি, আজাদি কি অমৃত মহোত্‍সবের মতো কর্মসূচি নেওয়া হবে বলে সোমবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন। তিনি আরও জানান, -‘মোদীর মতো নেতা সারা বিশ্বে নেই। উনি ভারতের সবথেকে জনপ্রিয় নেতা। এতবছর ধরে মন্ত্রিত্বের নজিরও খুব একটা নেই। তাই এই আয়োজন। বেশিরভাগ কর্মসূচিরই নেতৃত্বেই থাকবে বিজেপি যুব মোর্চা। এই কর্মসূচিতে রক্তদান শিবির সহ আরও বেশ কিছু আয়োজনের বড়সড় পরিকল্পনা নিয়েছে বিজেপি’। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তরফে ইতিমধ্যেই প্রতিটি রাজ্যের বিজেপি নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতি জারি করে বলা হয়েছে, জন্মদিন উপলক্ষে বুথ স্তর থেকে বিজেপি নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠাবেন। মোদীর ব্যবহৃত বিভিন্ন জিনিস নিলামে বিক্রি করা হবে। সেই অর্থ ব্যয় করা হবে বিভিন্ন সেবামূলক কাজে। তাছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনকে বর্ণনা করে বিভিন্ন প্রদর্শনী করার জন্যও দলীয় নেতাকর্মীদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নমো অ্যাপে ভার্চুয়ালি এই উদযাপনের বিভিন্ন মুহূর্ত দেখা যাবে। বিজেপির তরফে দলীয় বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিজেপি-র জনপ্রতিনিধিরা বিভিন্ন রেশন দোকানে গিয়ে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে ছোট ছোট ভিডিও রেকর্ডিং করবেন। এখন দেখার এই সব কর্মসূচি পালনে বাংলায় শাসকদলের প্রতিবন্ধকতা পাই কিনা বিজেপি? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *