মোবাইলে আসক্তি কমিয়ে খেলার মাঠে টানার লক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা, খয়রাশোলে

Spread the love

মোবাইলে আসক্তি কমিয়ে খেলার মাঠে টানার লক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা, খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম,
মোবাইলে আসক্তি কমিয়ে খেলায় মাঠ মুখি করার লক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খয়রাশোল থানার পানসিউড়ী গ্রামবাসীদের আয়োজনে। উল্লেখ্য গত ১৯ শে অক্টোবর ৮টি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হয়। রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় পানসিউড়ী উপরপাড়া একাদশ বনাম সি আর সেভেন মুখোমুখি হয়। সেক্ষেত্রে সি আর সেভেন ফুটবল দল ৩-০ গোলের ব্যবধানে বিজয়ী ঘোষিত হয়।বিজয়ী দলের হাতে আট হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে পাঁচ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।এছাড়াও চুড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
মোবাইল ছাড়ো মাঠে এসো।শরীর চর্চায় শরীর নীরোগ থাকে,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে,মনমানসিকতা স্থির থাকে,একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এই ভাবনা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এরূপ খেলার আয়োজন বলে আয়োজকদের বক্তব্য।উপস্থিত ছিলেন সমাজসেবী উজ্জ্বল হক কাদেরী,কাঞ্চন দে,সেখ জয়নাল,জয়ন্ত ঘোষ,নিত্যানন্দ চ্যাটার্জী,তরুন আঁকুড়ে,মৃনাল আঁকুড়ে,হরিসাধন গোপ,ভূপেন ঘোষ,ঈশ্বর বাগ্দী প্রমুখ ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *