মোহিত মঞ্চে দর্শকদের নজর কাড়লো ধ্রুপদী নৃত্যকলা কেন্দ্রের নৃত্যানুষ্ঠান
…………………………………………
ইন্দ্রজিৎ আইচ
…………………………………………
গত ৩০শে সেপ্টেম্বর সোমবার কলকাতা মোহিত মঞ্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ধ্রুপদী নৃত্যকলা কেন্দ্রের দেবীপক্ষ র অনুষ্ঠান।
উত্ত অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিলো নৃত্যশ্রী কোহিনূর সেন বরাট এবং চরিত্রাভিনেতা প্রদীপ ধর এর। উপস্থিত অতিথিবৃন্দরা, ধ্রুপদী ও সৃজনশীল বেষ্টিত এই সন্ধ্যায় কোলাঞ্চল পান্ডবেস্বরের ছোট্ট ছোট্ট প্রতিভাদের সাহসী উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানের শেষ অংশে ড : দেবেশ ঠাকুরের ভাবধারায় এবং হৈমন্তী বাসুর পরিচালনায় নৃত্যনাট্য “সর্বস্যার্তি হরে দেবি”র প্রদর্শন অতিথি ও দর্শকদের মন ছুঁয়ে যায়। এই দিনে বিশেষ আকর্ষণ ছিলো নৃত্যশ্রী কোহিনূর সেন বরাট এর অসাধারন এক নৃত্য পরিবেশন। অনুষ্ঠান সঞ্চালনায় বিশেষ দায়িত্বে ছিলেন কল্লোল কোনার ও সহ সঞ্চালিকা শুভ্রা বসু।ধ্রুপদী নৃত্যকলা কেন্দ্রের অনুষ্ঠানের সহ পরিচালিকা ছিলেন পায়েল।অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন সম্পাদক আশীষ কুমার মিশ্র।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কলাকেন্দ্রের অধক্ষ্য হৈমন্তী বসু।এই নৃত্যানুষ্ঠান টি সকলের বিশেষ ভাবে নজর কারে।