যক্ষ্মা রোগীদের নিউট্রিশন সাপোর্ট প্রবাসী চিকিৎসকের
যক্ষ্মা রোগীদের নিউট্রিশন সাপোর্ট প্রবাসী চিকিৎসকের
সেখ সামসুদ্দিন, ২২ জানুয়ারি পরপর দুইটি পর্বে ছয় মাস করে ২০ জন করে টিবি রোগীকে নিউট্রিশন সাপোর্ট দেওয়ার পর আজ তৃতীয় পর্বের দ্বিতীয় মাসের নিউট্রিশন সাপোর্ট দেওয়া হলো মেমারি হাসপাতালে। আমেরিকার লাস ভেগাস ইউনিভার্সিটি অফ নিভাডা মেডিকেল কলেজের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর প্রবাসী বাঙালি চিকিৎসক তথা মেমারির কৃতী সন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ-র আর্থিক সহযোগিতায় স্থানীয় প্রতিনিধি সেখ সামসুদ্দিনের ব্যবস্থাপনায় মেমারি হাসপাতালে ২০ জন যক্ষ্মা রোগীর হাতে পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ আব্দুল হাকিম, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ হাজরা, প্রবাসী চিকিৎসক প্রতিনিধি ও সমাজসেবী সেখ সামসুদ্দিন, সামসদ আলম পরী, যক্ষ্মা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অভিষেক ব্যানার্জী ও স্বাস্থ্যকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষা তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এদিন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এলাকার সমাজ সচেতন মানুষদেরও যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানান ও প্রবাসী চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Post Comment