যদি রাজি থাকো
তোমাদেরই ইন্দু (কলকাতা)
যদি ভালোবাসা পাই,
আবার শুধরে নেব ভুলগুলি,
যদি ভালোবাসা পাই,
ব্যাপক দীর্ঘপথে ,
একবার শুধু ডাক দিয়ে দেখো,
আমি কতটা কাঙাল,
কত হুলুস্থুল অনটন আজন্ম,
ভেতরে আমার,
যদি ভালোবাসা পাই,
যদি রাজি থাকো,
তুমি ডাক দিলে,
নষ্ট, কষ্ট,সব নিমিষেই ঝেড়ে মুছে,
শব্দের অধুক দ্রুত গতিতে পৌছুবো,
পরিণত প্রনয়ের উৎস মূল ছোঁবো
পথে এতটুকু দেরী করবোনা,
যদি ভালোবাসা পাই,
যদি রাজি থাকো
তুমি ডাক দিলে,
সীমাহীন খাঁ খাঁ নিয়ে,
মরোদ্যান হবো,
তুমি রাজি হলে,
যদি ভালোবাসা পাই,
দুজনে আহ্লাদে এক আশ্রম বানাবো,
যদি ভালোবাসা পাই,
একবার আমন্ত্রণ পেলে,
সব কিছু ফেলে,
তোমার উদ্দ্যেশে দেব উজাড় উড়াল
যদি ভালোবাসা পাই,
যদি রাজি থাকো,
অভয়ারণ্য হবে কথা দিলে,
লোকালয়ে থাকবো না আর,
আমরণ পাখি হয়ে যাবো,
খাবো মৌনতা তোমার,
যদি ভালোবাসা পাই,
যদি তুমি রাজি থাকো….
সন্ধ্যে বেলায় পাখিরা যেমন নীড়ে ফেরে,মানুষ তেমন রাতেও ক্লান্ত শরীর খুঁজতে চায় একটা অনুভূতির ছোঁয়া, খুঁজতে চায় একটা ভালোবাসার নীর, যেখানে ভালো আর বাসার পবিত্র এক মন্দির আছে,এই ভালোবাসার পবিত্র ঘন্টা বেজে উঠুক ভোরের আলোয়,এর ওম ছড়িয়ে পড়ুক প্রত্যেকের ঘরে ঘরে…