যমরাজের মডেল দিয়ে ট্রাফিক সচেতনতায় ট্রাফিক পুলিশ বিভাগ :
ট্রাফিক সচেতনতার অভিনব উদ্যোগ l দুর্গাপুর গান্ধী মোর জাতীয় সড়কের সংযোগ স্থলে ধাতুর যমরাজের মূর্তির সামনে এক বাইক আরোহীর উন্মত্ত গাড়ি চালনা কালীন যমরাজের উদয় l এই মডেল দিয়ে গাড়ি চালনা কালীন সচেতন ভাবে না থাকলে সাক্ষাৎ যম রাজের ঘরে পৌঁছে যাবেন চালক এমনই বার্তার কথা তুলে ধরা হয়েছে l শহরের ব্যাস্ত তম এলাকা এই গান্ধী মোড় চৌরাস্তা l মডেল দুটির সহজে দৃশ্যমানতার জন্য একটি রোড ট্রাফিক জোন বেছে নেওয়া হয় l স্কুলের ছেলে মেয়েদের সঙ্গে পুলিশের কর্তা কর্মীরা মিলে ৱ্যালি করা হয় l এই মহৎ উদ্যোগকে সামনে রেখে রক্ত দান অনুষ্ঠান করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিসনার ট্রাফিক বিভাগ l উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারেটের ডি সি ট্রাফিক ভি জী পশুমর্থই ও পুলিশ অধিকারিকরা ও দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্যরা l