যশোরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম প্রয়ান দিবস পালিত
কাজী নূর।। আজ ২৯ জুন। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম প্রয়ান দিবস। এ উপলক্ষে মধুসূদন একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেশবপুর শাখার পৃষ্ঠপোষকতায় শনিবার (২৯জুন) কবির জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবির আবক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কবিতা আবৃত্তি, মধুগীতি পরিবেশনসহ মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান করা হয়।
মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জী’র সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে। স্বাগত বক্তব্য রাখেন মধসূদন একাডেমির পরিচালক কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ। আরো বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কবি স.ম তুহিন, হোসাইন নজরুল হক, প্রভাষক সৈয়দ ইমদাদুল হক প্রমুখ। এছাড়া মধুসূদনচর্চা ও গবেষণায় ‘মাইকেল মধুসূদন দত্ত: সময় ও শিল্প’ গ্রন্থের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক ড. রাহেল রাজিবকে ‘মধুসূদন একাডেমি পুরস্কার- ২০২৩ প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের কবি, সাহিত্যিক, গবেষক, লেখক, সাংবাদিক এবং সুধীসমাজ উপস্থিত ছিলেন।