যশোরে এতিম প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সজাগ’ এর উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

Spread the love

যশোরে এতিম প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সজাগ’ এর উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কাজী নূর।। সমাজ জাগরণে গণমত- ‘সজাগ’ এর উদ্যেগে ৫০ জন এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের হল রুমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম আমিত।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সজাগের এমন কার্যক্রম আমাদের আশা দেখায়। যেহেতু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন বাঁধা নিষেধাজ্ঞার কারনে সজাগ তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারেনি। এবার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আবার কাজ করার সুযোগ পেয়ে নিশ্চয়ই সজাগের কার্যক্রম আরো বিস্তৃত এবং জনবান্ধব হবে’।

অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, ‘আমি আশান্বিত, সজাগ এবার ভালো কিছু করবে। এর একটি কারন হচ্ছে পরিস্থিতি তাদের অনুকূলে আর সজাগের সাথে সম্পৃক্ত তারুণ্যের শক্তি। তারুণ্যের শক্তি দিয়ে সজাগ এগিয়ে যাবে বহুদূর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সজাগের উপদেষ্টা যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম।

সজাগের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, অধ্যাপক এস এম সোহেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নূরের সঞ্চলনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ- সভাপতি গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন নির্বাহী সদস্য আল মামুন শাওন, মুহাম্মাদ হাবিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *