যশোর বিমানবন্দরে নতুন টার্মিনাল উদ্বোধন

Spread the love

যশোর বিমানবন্দরে নতুন টার্মিনাল উদ্বোধন

কাজী নূর।। যশোর বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। সোমবার সকালে টার্মিনাল ভবন উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের প্রাচীনতম যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ প্রক্রিয়াধীন। ইতোমধ্যে ৩৫০ কোটি টাকা ব্যয়ে যশোরে রানওয়ের শক্তি বাড়ানোর জন্য প্রকল্প নেয়া হয়েছে। যাতে সুপরিসরে বিমান রানওয়েতে ওঠানামা করতে পারে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘যশোর ঐতিহ্যবাহী জেলা। এখানে আমাদের অনেক কিছু করার আছে। যশোরের পর্যটন শিল্প হাতছানি দিয়ে ডাকছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, ঝিকরগাছার গদখালি ফুলের রাজ্য ও ঐতিহ্যবাহী কৃষিপণ্যের জেলা এটি। এখান থেকে ফুল, ফল কার্গো বিমানের মাধ্যমে বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।’

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে নতুন টার্মিনাল ভবন নির্মাণের ফলে যশোর বিমানবন্দর বছরে ১০ লাখ যাত্রী ব্যবস্থাপনা করার সক্ষমতা অর্জন করবে। নতুন টার্মিনাল ভবনে রয়েছে আটটি চেক- ইন কাউন্টার, পাঁচটি ল্যাগেজ স্ক্যানিং মেশিন, পাঁচটি আর্চওয়ে, ভিআইপি লাউঞ্জ ও কার পার্কিং। এছাড়াও এই প্রকল্পের অধীনে রানওয়ে লাইটিং সিস্টেম উন্নয়ন, বৈদ্যুতিক সাবস্টেশন ও আবাসিক ভবন নির্মাণ, কার্গো এয়ারক্রাফট পার্কিং, অ্যাপ্রোন সম্প্রসারণ ও ট্যাক্সিওয়ে নির্মাণ, পানি শোধানাগার নির্মাণ, যোগাযোগ ও নিরপত্তা যন্ত্রাংশ স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বক্তব্য রাখেন, যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর ২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডাঃ নাসির উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও সিএএবির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল মালেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *