যা কিছু প্রথম
স্বপ্না চ্যাটার্জী (কলকাতা)
কবে প্রথম মাতৃ জঠর ছিন্ন করে, তুলতুলে নরম হাতে,
মায়ের স্পর্শ সুখ অনুভব করেছিলাম, সে কথা ভুলেছি আজ
তবু ভাবতে লাগে ভালো।
কবে প্রথম “মা”র হাত ধরে, হাঁটি হাঁটি পা পা করে,
এই পৃথিবীর বুকে, চরণ ফেলেছিলাম, মনে নেই।
জীবনের হাজার কঠিন বাঁকে আজও
এই পথটুকু কেই বড় আপন লাগে।
কবে প্রথম ভয়চকিত চোখে, বিদ্যালয়ের সুউচ্চ ফটক পেরিয়েছিলাম,সে স্মৃতি আবছা হলেও, আছে হৃদয় জুড়ে।
প্রথম ভালোলাগার সেই অবুঝ দু নয়ন, মনে আছে আজও
জীবনের প্রথম ভালবাসা, প্রথম প্রনয়ের মধুর স্মৃতি
ভুলিনি কিছুই ,ভোলা যায় না কখনো।
প্রথম মাতৃত্বের সেই অনাবিল আনন্দ, নিজের অস্তিত্বকে চিনে নেওয়ার পরম প্রশান্তি , আজও আছে হৃদয় জুড়ে।
প্রথম প্রিয়জন হারানোর বেদনার রক্তক্ষরণ,
ভুলি কি করে?সে ক্ষত যে আজও দগদগে।
প্রথম বন্ধুত্বের সেই মধুমাস, স্মরণে আছে আজও,
ক্ষণে ক্ষণে ভয়, এই বুঝি হারাই হারাই,
ক্ষণে ক্ষণে খুনসুটি, ক্ষণে ক্ষণে মানাভিমান
এই আড়ি এই ভাব, তবু কে যেন বলে যায় কানে কানে,
তাকে যায় না ভোলা, ভুলবি কেমন করে?
সে যে আছে হৃদয় জুড়ে ,আছে দু নয়নের অশ্রু নীরে।
জীবনের প্রথম হৃদ কাঁপানো সেই নিষ্ঠুরতা, নির্মমতা।
প্রথম রাত দখল, উপচে পড়া জন স্রোত ,জনজাগরণ
অভয়ার বিচারের দাবিতে, সহস্র কন্ঠের হাহাকার, আর্তনাদ
প্রথম ন্যায়ের দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশন আমরণ,
প্রথম দ্রোহের কার্নিভাল, এ যেন আজ প্রতিমুহূর্তের হৃদিস্পন্দন ,
যতক্ষণ দেহে আছে প্রাণ,এ মন কখনো ভুলবে না,
ভুলতে পারবে না এ আলোড়ন।