যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সরকারিভাবে রাখি বন্ধন উৎসব

Spread the love

যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সরকারিভাবে রাখি বন্ধন উৎসব

সেখ সামসুদ্দিন, ৩০ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যব্যাপী রাখি বন্ধন উৎসব এর মাধ্যমে সংস্কৃতি দিবস উদযাপন চলছে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি পৌরসভার সহযোগিতায় মেমারি বামুনপাড়া মোড় ও চকদিঘী মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। একইভাবে মেমারি ১ ব্লক প্রশাসন এবং মেমারি ১ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে গন্তার ২ গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর বাজারে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। মেমারি পৌরসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরবৃন্দ। ব্লকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, মেমারি ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ড. আলী মোহাম্মদ ওয়ালী উল্লাহ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বসন্ত রুইদাস, মেমারি ১ নং ব্লক যুব আধিকারিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নিত্যানন্দ ব্যানার্জী সহ মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাবৃন্দ, দশটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানবৃন্দ এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যগণ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ‍্য প্রদানের পর বিভিন্ন ধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় এবং চারটি ক্লাবকে ফুটবল তুলে দেয়া হয়। এবং পথ চলতি মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় ও লোকশিশ্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *