যুব সংগঠন এর রামপুরহাট মহকুমা কর্মীসভা,নলহাটিতে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের কর্মসূচির পর বৃহস্পতিবার বীরভূমের নলহাটি শহরে সিপিআইএম এর যুব সংগঠন ডি ওয়াই এফ আই
এর বীরভূম জেলা কমিটির উদ্যোগে রামপুরহাট মহকুমা দলীয় যুব কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয় নলহাটি পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডে একটি বেসরকারি ভবনে।উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডি ওআই এফ আই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী।লোকসভায় তৃণমূল কংগ্রেসের ফলাফল প্রসঙ্গে মীনাক্ষী বলেন আমরা তো জোট করিনি।যারা জোট করেছে,যাদের কথা সেটা তারাই তো বলবে।জিতে গেলে চোর কখনো সাধু হওয়া যায় না। অঙ্গনওয়াড়ী সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেন মা ও শিশুদের পোষণ, শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য অঙ্গনওয়াড়ী। কেন্দ্র সরকার যেখানে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বরাদ্দ কমিয়ে দিয়েছে। আর আজকের তারিখে দাড়িয়ে পশ্চিমবঙ্গে যেখানে উনিশ হাজারের বেশি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের সীট ফাঁকা। যেখানে কেন্দ্র আছে কিন্তু কর্মী নেই। মা ও বাচ্চাদের পোষণ শিক্ষা স্বাস্থ্যের অগ্রগতির জন্য যে পলিসি দরকার তারমানে কেন্দ্র ও রাজ্যের পলিসিতে ভূল আছে।
আগামী দিনে সিপিআইএম এর নেতৃত্ব তথা সংগঠনকে আরোও মজবুত করতে এই সভা বলে অনুমান করা যাচ্ছে।।