রানীগঞ্জ দলীয় কার্যালয়েপশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রূপেশ যাদবকে সম্মানিত করা হল
কাজল মিত্র
:- রূপেশ যাদব মহাশয় কে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিযুক্ত করার পর থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ধারাবাহিক ভাবে
রূপেশ যাদবকে সম্মানিত করছেন।এমনি এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বুধবার রাণীগঞ্জের রামবাগান এলাকার তৃণমূল অফিসেও একটি কর্মীসভার মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রূপেশ যাদবকে সম্মানিত করা হয়। জ্যোতি সিংহের নেতৃত্বে এই অনুষ্ঠানের সময় রুপেশ যাদব তৃণমূলের যুবক কর্মীদের উদ্দেশ্যে আসন্ন বঙ্গীয় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে আরো মজবুত করার নির্দেশ দেন ।এর বাইরেও তিনি টিএমওয়াইসির নতুন সদস্যদের তৃণমূল কংগ্রেস এবং দলের আদর্শ সম্পর্কে জানান। এ উপলক্ষে তৃণমূল যুবদের রাজ্য সাধারণ সম্পাদক ববিতা দাস, পাপ্পু গড়াই, সাদান সিং, মুরালি যাদব, সোনু ভগত প্রতিমন্ডল, জ্যোতি সিনহা, সৌমিত্রো বন্দ্যোপাধ্যায়, মীর সিদ্দিকী সমেত অনেকে উপস্থিত ছিলেন।