যোগাযোগভবনে সাংবাদিক বৈঠক ডাক বিভাগের

Spread the love

জুলফিকার আলি,

সোমবার ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের আয়োজনে বঙ্গপেক্স উপলক্ষে সাংবাদিক বৈঠক করেন মুখ্য পোস্ট মাস্টার জেনারেল আইপিওএস অশোক কুমার। আগামী চোদ্দ থেকে সতের নভেম্বর কলকাতা সায়েন্স সিটি তে বঙ্গপেক্স উপলক্ষে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এছাড়া ও বহু বিশিষ্ট জনের পর্যায়ক্রমে উপস্থিতি থাকবেন বলে জানা গেছে, সকলে মিলে মিশে একাকার হয়ে এগিয়ে আসুন ডাক টিকিট মহোৎসবে।থাকছে প্রখ্যাত ডাক টিকিট সংগ্রহকারীদের ডাক টিকিট প্রদর্শনী, স্পেশাল কভার উন্মোচন, পিকচার পোস্টকার্ড প্রকাশ এছাড়াও থাকছে আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের তথা পশ্চিমবঙ্গের কৃষ্টি কালচার লোকাচার সহ বিভিন্ন ধরনের ঐতিহাসিক , ঐতিহ্যবাহী নিদর্শন দিকপাল বর্গদের প্রয়াসকে আগামী ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রয়াস বলে জানা যায়। স্কুল পড়ুয়াদের জন্য থাকছে আঁকা, চিঠি লেখা, কুইজ , স্ট্যাম্প ডিজাইনিং প্রতিযোগিতা এছাড়াও ফিলাটেলিক ওয়ার্কসপ অনুষ্ঠিত হবে। রাজ্যের বিভিন্ন স্তরের ও স্থানের দিকপাল বর্গদের প্রয়াসকে আগামী ভবিষ্যত প্রজন্মের কাছে আকর্ষণীয় অত্যাধুনিক বিঞ্জান ও প্রযুক্তির ব্যবহার করে তুলে ধরার এই প্রয়াস নেয়া হয়েছে। অংশগ্রহণকারীদের শংসাপত্র ও স্হানাধিকারীদের পুরষ্কার ও শংসাপত্র দেওয়া হবে। থাকছে অন্যান্য সেবা প্রদান। এই উদ্যোগের চুড়ান্ত পর্যায়ের প্রয়াস ও প্রচার পর্ব চলছে বলে জানা যায়।ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের আধিকারিক বর্গদের প্রয়াসকে সাধুবাদ জানান শুভাকাঙ্ক্ষী সমাজকর্মী সিরাজাম মনিরা, পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরিস্ট এ্যাসোসিয়েশন এর দলনেতা সৌরভ রায় আমাদের প্রতিনিধির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *