রক্তদান বিষয়ক সচেতনতা ও রক্তের গ্রুপ নির্নয় শিবির,সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম ভলেন্টারী ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন এবং উপহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের এন এস এস ইউনিট এর সহযোগিতায় স্থানীয় কলেজ চত্বরে রক্তদান বিষয়ক সচেতনতা ও রক্তের গ্রুপ নির্নয় শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। শিবিরে রক্তের গুরুত্ব ,রক্তের গ্রুপ কি জিনিস, যারা নিজেদের রক্তের গ্রুপ জানেন না তাদের রক্তের গ্রুপ নির্ণয় সহ,রক্তদানের উপকারিতা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় শিক্ষক সহ ছাত্রছাত্রীদের। এলাকায় এলাকায় রক্তদান শিবির এবং রক্ত জনিত রোগ থেকে জীবন রক্ষার্থে রক্তদান শিবিরের গুরুত্ব আরোপ করা হয়।ব্লাড ব্যাংক গুলোতে রক্তের সংকটমোচন দূরীকরণে এদিন শিবির থেকে আলোচনার মাধ্যমে আগামী নতুন বছরের জন্য রক্তদান শিবিরের দিনক্ষণ স্থীর করা হয়।স্থানীয় কলেজের ছাত্র মোশারফ হোসেন জানান,পড়ুয়াদের মধ্যে রক্তের গ্রুপ নির্নয় এবং রক্তদানের গুরুত্ব বোঝাতে ও ছুঁচের ভয় দূরীকরণে এই শিবির খুবই কার্যকরী ভূমিকা নিয়েছে।
সংগঠনের কর্নধার প্রিয়নীল পাল জানান,রক্তের চাহিদা যে পরিমাণে দিনদিন বেড়ে চলেছে সেই পরিমাণের চাহিদা পূরণ করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে যুবসমাজকে অগ্রনী ভূমিকা নিতে হবে । এজন্য দরকার নিয়মিত আলোচনার মাধ্যমে রক্তদানে যুবসমাজ কে উদবুদ্ধ করা।