রক্তদান শিবিরের আয়োজন করল ছোড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা

Spread the love

রক্তদান শিবিরের আয়োজন করল ছোড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউশগ্রাম, পূর্ব বর্ধমান- : 

    শাসক বদলায় কিন্তু পুলিশ বাহিনীর দিকে ছুঁড়ে দেওয়া বিশেষণগুলো বদলায় না। স্বার্থের হানি হলেই কেউ বলেন দলদাস, কেউ চটিচাটা। কিন্তু আইনের রক্ষক পুলিশ বাহিনী নীরবে  মানুষকে নিরাপত্তার আশ্বাস দিয়ে কখন যে সত্যিকারের সমাজ সেবক হয়ে উঠেছেন সেটা টের পাওয়া যায়নি। আবার তাদের সমাজ সেবার সাক্ষী থাকার সুযোগ পেলেন আউসগ্রামের বাসিন্দারা।

    সম্প্রতি আউশগ্রাম থানার ছোড়া ফাঁড়ির উদ্যোগে থানা চত্বরে আয়োজিত হয় এক রক্তদান শিবিরের। রক্ত সংগ্রহ করতে এগিয়ে আসে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখা। সবার সহযোগিতায় শিবির থেকে প্রায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। থানার পুলিশ কর্মী ও সিভিক ভলাণ্টিয়ারদের পাশাপাশি বেশ কয়েকজন স্থানীয় রক্তদাতা রক্তদান করেন। ছোড়া ফাঁড়ির ওসি রাহুল দাস নিজেও রক্তদান করেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ফাঁড়ির পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। এছাড়াও কয়েকজন দুস্থর হাতে উপহার হিসাবে বস্ত্র তুলে দেওয়া হয়। কঠোর পরিশ্রমের পর যেভাবে পুলিশকর্মীরা রক্ত দিতে এগিয়ে এসেছেন তাতে সাধারণ মানুষ খুব খুশি। 

   রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক ব্যানার্জী, ডিএসপি (ডি এণ্ড টি) সুব্রত মণ্ডল, আউসগ্রাম থানার আই সি শান্তনু অধিকারী, ছোড়া ফাঁড়ির ওসি রাহুল দাস সহ সমস্ত পুলিশ কর্মীরা, পানাগড় ফরেস্ট রেঞ্জের অতিরিক্ত ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত ব্যানার্জ্জী এবং এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *