রক্তদান শিবিরের মাধ্যমে খুন হয়ে যাওয়া তরুণী চিকিৎসককে স্মরণ

Spread the love

রক্তদান শিবিরের মাধ্যমে খুন হয়ে যাওয়া তরুণী চিকিৎসককে স্মরণ

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খুনির দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে আন্দোলনের ঝড় বইছে একেবারে গ্রাম স্তর থেকে। মিছিল মিটিং,ধর্না,প্রতিবাদ সভা থেকে শুরু করে গান,পথনাটিকা ইত্যাদির মাধ্যমে তীব্র ভাবে সকলেই গর্জে উঠেছে খুনির শাস্তির দাবিতে।এবার অন্যভাবে সেই নিহত তরুণী চিকিৎসককে শ্রদ্ধা জানাতে তথা স্মরণ করতে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। আর জি কর মেডিক্যাল কলেজের ‘তিলোত্তমা’র স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়, রামপুরহাটের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে। ভারতের ছাত্র ফেডারেশন( এস এফ আই) রামপুরহাট লোকাল কমিটি’র উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় । শিবিরের উদ্বোধন করেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ছাত্র সংগ্রামের সম্পাদক ও বীরভূম জেলা কমিটির সম্পাদক সৌভিক দাস বক্সী। এদিন শিবিরে ৬ জন যুবতী সহ মোট ৩৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন।শিবিরে উপস্থিত ছিলেন এসএফআই বীরভূম জেলা সভাপতি নিসার হাসান। ছাত্র নেতা ওয়াহিদ খান, বিট্টু ধর, সুরজ সেখ সহ গণআন্দোলনের নেতা সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং, দেবাশীষ সরকার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *