রক্তদান শিবিরে পরিদর্শনে এসে নিজের শরীর চেকআপ করালেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী।
সোমবার চারটে দশ মিনিটে তিনি জানান যারা রক্তদান শিবিরের আয়োজন করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাতারের পানোয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
আর বিধায়ক মানগোবিন্দ অধিকারী সেই রক্তদান শিবির পরিদর্শন করতে যান।
তিনি প্রথমেই নিজের শরীর চেকআপ করেন।
এরপর রক্ত দাতাদের সঙ্গে তিনি কথা বলেন।
তিনি মঞ্চ থেকে বলেন কেন্দ্র যতই হিন্দু-মুসলিম হিন্দু মুসলিম করুক। বাংলায় সেই বিভেদ করতে পারবে না কারণ এই রক্তদান শিবিরের সকল সম্প্রদায় মানুষ রক্ত দিচ্ছে এবং এই রক্ত যখন গ্রহণ করবে সেখানেও হিন্দু মুসলমান দেখা হয় না
ওরা নোংরা রাজনীতি করছে।
তাই ওদের পাশে কেউ নেই।
বামুনারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব এই শিবিরে উপস্থিত ছিল, উপস্থিত ছিল ভাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ।
এই রক্তও তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হাতে।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।