কেতুগ্রাম ড্রিম ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির
সেখ রাজু , কেতুগ্রাম,
পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ড্রিম ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কান্দরা ব্লক চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । পাশাপাশি এদিন ১৫০ জন গরিব ও দুঃস্থদের জন্য মধ্যান্ন ভোজের ব্যবস্থা করা হয় । কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনাওয়াজ রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন । রক্তদান জীবনদান, আপনার এক ফোঁটা রক্তে বাঁচবে আর এক প্রাণ এই লক্ষ্যকে সামনে রেখে জনসমাগমের বাহার পরিলক্ষিত হয় শনিবার । কয়েক সপ্তাহ আগে পথ চলা শুরু কেতুগ্রাম ড্রিম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে সদস্য ছাড়াও স্থানীয় যুবদের উৎসাহ চোখে পড়ার মতো । কয়েকদিন আগে সশরীরে রক্তদানের পাশাপাশি ক্যান্সার আক্রান্ত রোগীকে নগদ অর্থ সাহায্যের নিদর্শন রেখেছে কেতুগ্রাম ড্রিম ফাউন্ডেশনের কর্মকর্তারা । এদিন মহিলাদের উপস্থিতিসহ ৫০ জন রক্তদাতা রক্তদান করেন । কান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহিদুল আনসারের সহযোগিতায় ও কেতুগ্রাম ড্রিম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রত্যেক রক্তদাতার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ।রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা মোবারক আলী জানান -‘ কয়েক সপ্তাহ আগে গঠন হওয়া আমাদের কেতুগ্রাম ড্রিম ফাউন্ডেশন পথ চলা শুরুতেই রক্তদানের থেকে বড় কিছু দান হতে পারে না সেই লক্ষ্যেই এই রক্তদান শিবিরে আয়োজন করেছি । যে কোন সময় মানুষের যে কোন সাহায্যে ফাউন্ডেশনের প্রতিটি সদস্য পাশে থাকতে উদগ্রীব এবং সকলের পাশে থেকেই আমরা কাজ করব এই অঙ্গীকারবদ্ধ আজকে রক্তদান শিবিরে নিলাম । পাশপাশি গরিব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে । আমাদের মূল লক্ষ্য হলো মানুষের পাশে থাকা এবং সমাজ ব্যবস্থার মূল আলোকে নতুন সমাজ গঠন করা’ ।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনাওয়াজ, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পূর্ণেন্দু সান্যাল, জেলা পরিষদের সদস্য তরুণ মুখার্জি, কেতুগ্রাম ১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সোনিয়া বেগম, পূর্ত কর্মাধ্যক্ষ সুকান্ত রায়, কেতুগ্রাম ড্রিম ফাউন্ডেশনের সভাপতি লিটন আহমেদ, সম্পাদক বাপি হোসেন, জাহির খান, ফাউন্ডার মোবারক আলী (রানা), কোষাধক্ষ্য সুরোজ চন্দ্র, সদস্য আতিকুর রহমান, আকাশ হোসেন সহ বিভিন্ন ফাউন্ডেশনের কর্মকর্তা ও রক্তদাতাগণ ।