রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান
আনোয়ার আলি, মেমারি, ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত নবগ্রামে এক বিশাল স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হলো নবগ্রাম পুলিনবিহারী উচ্চ বিদ্যালয়ের সুষমা স্মৃতি মঞ্চে। নবগ্রাম নব তরুণ সংঘের উদ্যোগে ষষ্ঠ বর্ষ রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, প্রাক্তণ বিধায়ক সমর হাজরা, প্রাক্তন অধ্যাপক সুকৃতি ঘোষাল, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মিলন কুমার ব্যানার্জী ও প্রাক্তণ প্রধান শিক্ষক দেবাশীষ সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বোলন ও আদিবাসী নৃত্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
ক্লাবের সম্পদাক আশিষ ঘোষ ও সভাপতি পলাশ ভুঁইয়া বলেন, স্বাস্থ্য পরীক্ষা শিবিরে জেনারেল মেডিসিন, দন্ত পরীক্ষা, সুগার পরীক্ষা করা হয়। এদিন মোট ১৩৬ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও ১৩০ জন গরীব-দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র, কম্বল ও ৩০ জনকে মশারি তুলে দেওয়া হয়। স্বাস্থ্য শিবিরে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় ৫ জন ব্যক্তি দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। রক্তসংগ্রহে সহযোগিতা করেছেন রশ্মি ব্লাড ব্যাঙ্ক ও ক্যামরী ব্লাড ব্যাঙ্ক।
উপস্থিত সকল বক্তারা, নবগ্রাম নব তরুণ সংঘের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান ও রক্তদানের প্রয়োজনীয়তা সমন্ধে আলোকপাত করেন। ক্লাব কর্মসূচীতে নতুন প্রজন্মকে যুক্ত করে বিবিধ কর্মসূচী এগিয়ে নিয়ে যেতে হবে, তাতে আগাম ভবিষ্যতে ক্লাবের স্থায়িত্ব বজায় থাকবে ফলে সমাজে সমাজসেবকের অভাব হবে না কোনদিন।