রক্তের ঘাটতি পূরনে কলেজ পড়ুয়াদের উদ্যোগে ১০০ ইউনিট রক্তদান

Spread the love

রক্তের ঘাটতি পূরনে কলেজ পড়ুয়াদের উদ্যোগে ১০০ ইউনিট রক্তদান

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- “রক্ত দান জীবন দান- ঐ রক্তে বাঁচে অন্যের প্রান”- হ্যাঁ,রক্তদান- মহৎদান।সামান্য এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মুমূর্ষু রোগীকে মানুষের মানবিক প্রচেষ্টায়। জেলার ব্লাড ব্যাংক গুলোতে রক্তের যোগান অব্যাহত রাখতে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে হামেশাই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। বিশেষত গ্রীষ্মকালীন সময়ে রক্তের যোগান তুলনামূলক ভাবে কম থাকে।যার ফলে সেই সময় ধরে বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে।সেরূপ রক্তের ঘাটতি মেটাতে বীরভূমের দুবরাজপুরের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনলজি এবং দুবরাজপুর নার্সিং এণ্ড মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউট এগিয়ে আসেন। বৃহস্পতিবার উক্ত কলেজে চত্বরে শীততাপ নিয়ন্ত্রিত বাসে এবং কলেজ ক্যাম্পাসে ১০০ জন ছাত্রছাত্রী রক্তদান করে। উল্লেখ্য, নানান সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের খবর শোনা যায় কিন্তু বেসরকারি কলেজের উদ্যোগে রক্তদান শিবিরের খবর খুবই কম দেখা যায়।এদিন অন্যান্য রক্তদাতাদের পাশাপাশি রক্তদান শিবিরে ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষ্যনীয় । এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, স্থানীয় বেসরকারি কলেজের কর্ণধার সেখ ইমদাদুল সহ কলেজের শিক্ষক-শিক্ষিকাগন। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, জেলায় রক্তের ঘাটতি মেটাতে এই কলেজের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *