রক্ত দান দিয়ে শুরু তিরিশ ফুটের জগদ্ধাত্রী পূজা
জুলফিকার আলি, …….. হাওড়া গ্রামীণ জেলার আমতা দুই ব্লকের তাজপুর নেহেরু স্মৃতি সংঘের আয়োজনে ছেচল্লিশ তম বর্ষ জগদ্ধাত্রী পূজায় আজকে রবিবার ছাব্বিশ অক্টোবর স্মরণীয় রক্ত দান শিবির ও অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হলো বলে জানা গেছে। সমাজকর্মী বাবু হক তিনি আয়োজক কমিটির দক্ষ সংগঠক তপন পাল কে উৎসর্গ করে একান্ন তম রক্ত দান করেন কুড়ি মহিলা সহ প্রায় ষাট জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে কলকাতা ভরুকা ব্লাড ব্যাংক ক্যাম্প ইনচার্জ ছিলেন আশিষ নন্দি। তিন বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন প্রায় সত্তর জন শিক্ষানবিশ ছাত্র ছাত্রী । বিচারক ছিলেন পিন্টু পাল ও সহকারী অনীক পাল। জগদ্ধাত্রী পূজানুষ্ঠান চলবে শনিবার পয়লা নভেম্বর আধুনিক আলোর ঘনঘটায় ,মহিলাদের সিঁদুর খেলার মাধ্যমে প্রতিমা ক্রেনের মাধ্যমে বিসর্জন দেওয়া হবে। তিরিশ অক্টোবর বৃহস্পতিবার নরনারায়ন সেবা প্রদান করা হবে খিচুড়ি, ছেঁচড়া, আলুর দাম, চাটনি , পায়েস,বোদে প্রায় আট থেকে দশ হাজার সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আট থেকে আশি বছরের ভক্তদের ঢল নামবে বলে জানা গেছে এলাকায় গিয়ে। ক্রনের মাধ্যমে স্থায়ী মন্দিরে ঢোকা বেরোনো করেন জগদ্ধাত্রী ঠাকুর আছেন লোহার ট্রলিতে করে। মাতঙ্গিনী আচার্য্য শিশু বিকাশ নার্সারি ও কে জি স্কুলের আকর্ষণীয় ও স্মরনীয় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আটাশ অক্টোবর।
