আমিরুল ইসলাম,
রক্ত সংকট মেটাতে মঙ্গলকোটের সরকারি ডিগ্রি কলেজ ও সিঙ্গত হসপিটালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির সিঙ্গত হসপিটালে।
রক্তদান জীবন দান এই স্লোগানকে সামনে রেখে সিঙ্গত গ্রামীন হাসপাতালে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির শুক্রবার।
এই রক্তদান শিবির আয়োজন করেন মঙ্গলকোট সরকারি ডিগ্রী কলেজ ও সিঙ্গত গ্রামীণ হসপিটাল।
প্রায় ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন এই শিবিরে।
এই রক্ত তুলে দেয়া হয় কাটোয়া হসপিটালের হাতে।
মঙ্গলকোট সরকারি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল
ডক্টর প্রদীপ্ত কুমার বাসু জানান, আমাদের কলেজ থেকে প্রায় ৪১ জন ছাত্রছাত্রী সহ কলেজের আধিকারিকরা এই রক্তদান শিবিরে রক্ত দান করেছেন ।আমি সকলকে কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সিঙ্গত গ্রামীণ হাসপাতালের সুপার ডক্টর অমিত কুমার রক্ষিত জানান, এই গ্রীষ্মের সময় রক্তের দারুন সমস্যা রয়েছে গোটা রাজ্যজুড়ে।
সে কথা মাথায় রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে আমরা ।
এলাকার সকল মানুষ আমাদেরকে দারুন ভাবে সাহায্য করেছেন।
।