রঞ্জিতা নায়কের কবিতার বাংলা অনুবাদ ‘নিজের ঝরকারু আকাশ’ প্রকাশিত হয়েছে
কলকাতা। সংবাদদাতা
রবিবার সকালে, কটকের সারস্বত পীঠে ওড়িশা বাংলা ফোরামের বার্ষিক অনুষ্ঠানে প্রখ্যাত কবি অধ্যাপক ডঃ রঞ্জিতা নায়কের লেখা ”নিজের ঝরকারু আকাশ’ কবিতার বাংলা অনুবাদ ‘নিজে জালনা থেকে আকাশ’ প্রকাশিত হয়।
বইটির মোড়ক উন্মোচন করে, রাভেনশ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক দীপস্য কুণ্ডু বলেন যে, এই বইয়ে গৌতম বুদ্ধের বর্ণনা তাঁর স্ত্রী যশোধরার দৃষ্টিতে অত্যন্ত মনোরম এবং শিক্ষণীয় হয়ে উঠেছে।
তিনি বলেন যে কবিতাটির ভাষা, রূপক এবং উপমাগুলি সর্বোচ্চ মানের। উল্লেখযোগ্য যে বইটির অনুবাদক হলেন শ্রীমতী ভারতী নন্দী। উদ্বোধনী অনুষ্ঠানে শৈলবালা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ ঋতুপর্ণা সেন ডঃ নায়কের জীবনী তুলে ধরেন। তার বক্তৃতায় তিনি বলেন যে রঞ্জিতা ৪০ টিরও বেশি পুরষ্কার জিতেছেন, যার মধ্যে ১৯৯৭ সালে ওড়িশা সাহিত্য আকাদেমি পুরষ্কারও রয়েছে। অনুষ্ঠানে শ্রীমতী সুধাশ্রী দে এবং মন্বেশ রায় বক্তব্য রাখেন।
