রথযাত্রায় মেতে উঠলো চক্রবর্তী ও ঘোষাল বাড়ি

Spread the love

রথযাত্রায় মেতে উঠল চক্রবর্তী ও ঘোষাল বাড়ি,

সূচনা গাঙ্গুলী

   আগের সেই ভিড় হয়তো আজ আর নাই, সব ভিড় বেলঘরিয়া রথতলায়, শতবর্ষ পরেও নিজেদের পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছে কামারহাটি পুরসভার ৯ নং ওয়ার্ডের আড়িয়াদহের চক্রবর্তী বাড়ি ও ঘোষাল বাড়ির সদস্যরা। 

    তিথি-নক্ষত্র মেনে নির্দিষ্ট সময়েই জগন্নাথ দেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় চক্রবর্তী বাড়ি থেকে। লক্ষ্য মাসীর বাড়ি অর্থাৎ ঘোষাল বাড়ি। ভক্তদের নৃত্যের তালে তালে গোপাল মল্লিক রোড ধরে রথ এসে দাঁড়ায় মাসির বাড়ির ঘোষাল ভবনের সামনে। নিয়ম মেনে আপাতত সাতদিন এখানে রথ থাকবে। এখানেই পালন করা হবে শাস্ত্র নির্ধারিত আচার আচরণ। সাতদিন রথ ফিরে যাবে নিজের বাড়িতে।

     রথযাত্রাকে কেন্দ্র করে মেলা বসেছে। সেখানে কচিকাচাদের ভিড়। কেউ কেউ মেলা থেকে রথও কিনে ফেলে। অতীতের মত আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

     ঘোষাল বাড়ির ইন্দিরা দেবী বললেন - বিভিন্ন কারণে রথযাত্রা হয়তো আগের জৌলুস হারিয়েছে, তার মধ্যেও আমরা পারিবারিক ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি। তবে আগের মত ভিড় না হওয়ার জন্য তার মনে একটা চাপা আক্ষেপ থেকে গ্যাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *