রবীন্দ্রনৃত্য ও কত্থকনৃত্যের উপর পরীক্ষা,কৃতিদের দেওয়া হয় শংসাপত্র,খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
রবিবার বীরভূম জেলার খয়রাশোল গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে বিশ্বনাথ নৃত্য গীতির ২৯০ জন ছাত্রীদের মধ্যে কত্থকনৃত্য ও রবীন্দ্রনৃত্যের উপর পরীক্ষা নেওয়া হয়। এদিনের পরীক্ষায় বীরভূম ও পশ্চিমবর্ধমান জেলার ছাত্রীরা অংশগ্রহন করে। পরীক্ষা শেষে কৃতি ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তারাপদ দাস, খয়রাশোল গ্রাম পঞ্চায়েত প্রধান ভূপেন্দ্র নাথ ঘোষ,নৃত্যের বিচারকমন্ডলী প্রভাত সিনহা ও সোমা সিনহা,বিশ্বনাথ নৃত্য গীতির কর্নধার তথা
নৃত্য শিক্ষক প্রসেনজিৎ সেন, খয়রাসোল পঞ্চায়েত সদস্য দেবাশীষ কুন্ড, সমাজসেবী ইন্দ্রজিৎ গড়াঁই সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।