রবীন্দ্র ভাবনায় নৃত্য উৎসব বসন্তের রবি

Spread the love

রবীন্দ্র ভাবনায় নৃত্য উৎসব বসন্তের রবি

সেখ সামসুদ্দিন, ২৩ মার্চঃ মেমারীর আনন্দ ধারার উদ্যোগে রবীন্দ্র ভাবনায় নৃত্য উৎসব বসন্তের রবি আয়োজিত হয় মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে। উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ও লেখক ডাঃ অভয় সামন্ত। আনন্দধারার এই অনুষ্ঠানে সহযোগী অংশগ্রহণকারী সংস্থাগুলি হল মেমারি গান্ধর্ব নিত্যকুঞ্জ, গাংপুরের হৃদ মাঝারে, মেমারি ও বড়শুলের সুশ্রী, জৌগ্রামের মঞ্জির নৃত্যালয়, মেমারির নৃত্যালয়া, জামালপুর কআরআলআঘআটএর এস এস ডান্স আকাডেমি, দেবীপুরের নিকন, দেবীপুরের নৃত্য বিতান ও বৈঁচিগ্রামের কিঙ্কিনি নৃত্য মন্দির। অনুষ্ঠানে একুশটি নৃত্য পরিবেশিত হয় এবং শেষে সৈকত চোংদারের সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের চন্ডালিকা নৃত্যনাট্য অবলম্বনে ‘উন্মুক্ত’ পরিবেশিত হয়। আনন্দ ধারার কর্ণধার মিনতি চোঙ্গার ও উদ্বোধক ডাক্তার অভয় সামন্ত জানান এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বাঙালির কৃষ্টি তুলে ধরা হচ্ছে। আরও বলেন এলাকার মানুষ বেশি করে এগিয়ে এসে এই ধরনের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার পাশাপাশি নিজেদের সন্তানকেও একজন শিল্পী হিসেবে গড়ে তুলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *