রাইপুরের ত্রাণ শিবির পরিদর্শনে এসে ত্রাণ সামগ্রী তুলে দিলেন অতিরিক্ত জেলা শাসক
। সাধন মন্ডল বাঁকুড়া:—–ডানার দাপটে দুদিনের বৃষ্টিতে বিপর্যস্ত খাতড়া মহকুমা এলাকার রাইপুর ,সারেঙ্গা, রানীবাঁধ, সিমলাপাল খাতড়া ব্লক এলাকা। বিভিন্ন জায়গায় ত্রাণশিবির খোলা হয়েছে এলাকার অসহায় পরিবারগুলিকে শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। আজ রাইপুর ব্লক এলাকার মাকলী প্রাথমিক বিদ্যালয় ও শ্যামসুন্দরপুর কমিউনিটি হলে শিবিরে হাজির হয়েছিলেন বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক বিবেক দত্রাত্তেয় (ADM LR) তিনি শিবির পরিদর্শন করেন এবং তাদের সুবিধা ও অসুবিধার খোঁজখবর নেন। এছাড়া শিবিরে থাকা শিশুসহ অন্যান্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। তার সাথে উপস্থিত ছিলেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ব্যাপারী রাইপুর ব্লক সহ কৃষি অধিকর্তা। তথাগত নাথ সহ বারীকুল থানা পুলিশ প্রশাসন। রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস বলেন গতকাল আমাদের ছয়টি শিবির ছিল আজ আবহাওয়া একটু উন্নতি হওয়ায় তিনটি শিবিরে থাকা মানুষজন তাদের বাড়িতে ফিরে গেছেন এখনো প্রায় দেড়শ জন মানুষ শিবিরে রয়েছেন। বর্তমানে আজ তিনটি শিবির রয়েছে আবহাওয়ার পরিবর্তন হলে তাদের নিজেও বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে। তার শিবিরে প্রাণ সামগ্রী বিলের সাথে সাথে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে মাকলি প্রাথমিক বিদ্যালয় শিবিরে মটগোদা সুস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ও সব সুন্দর পুরে শ্যামসুন্দরপুর সুস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন এবং উপস্থিত মানুষজনদের স্বাস্থ্য পরীক্ষা করেন।