রাইপুরের ধানাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থার বিশেষ অনুষ্ঠান।

Spread the love

রাইপুরের ধানাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থার বিশেষ অনুষ্ঠান।

:—– শুভদীপ ঋজু মন্ডল ,বাঁকুড়া:——বাঁকুড়া জেলার জঙ্গলমহলের রাইপুর ব্লকের সমাজসেবী সংস্থা সমন্বয় ট্রাস্ট এর উদ্যোগে ও পরিচালনায় ও বন্দীপুর সোপান ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ও ন্যাশনাল কটেজ এন্ড ইন্ডাস্ট্রিজ ,মানব বিকাশ আশ্রম ও অল ইন্ডিয়া কাউন্সিল ফর এডুকেশন এন্ড ট্রেনিং এর সহযোগিতায় একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা হলো আজ রবিবার। রাইপুর ব্লকের ধানাড়া অঞ্চলের যাদবপুর ফুটবল মাঠে। সকালে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আজকের অনুষ্ঠানে তপশিলি উপজাতি দের নিয়েই মূলত আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । তাদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে আজকের অনুষ্ঠান বলে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার হেমন্ত করণ জানালেন। শতাধিক শিশু ও ২ শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া থেকে শুরু করে শিশুদের হাতে বিনামূল্যে খাতা তুলে দেওয়া হয় এবং বেশ কিছু প্রতিবন্ধীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া আয়োজন করা হয়েছিলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে অভিজ্ঞ ডাক্তার বাবুদের কাছে প্রায় 200 র বেশি মানুষ বিনামূল্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করান ও ওষুধ সংগ্রহ করেন।সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে অন্যতম ছিল আদিবাসী নৃত্য।এছাড়াও পাঁচ শতাধিক মানুষের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিল উদ্যোগকারী সংস্থা বন্দিপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি । আজকের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন All India NGO Welfare Association এর কেন্দ্রীয় সভাপতি ও সমাজ বিজ্ঞানী ডঃ তাপস দে,UPSC তে সপ্তম স্থানাধিকারী পার্থ করন,রাইপুর ইসকন মন্দিরের মহারাজ রসময় আনন্দ প্রভু, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক সাধন মন্ডল ,গড় রাইপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল,বিশিষ্ট সমাজসেবী ,শিক্ষক ও সমন্বয় ট্রাস্টের কর্ণধার হেমন্ত করণ, বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক প্রশান্ত ষন্নিগ্রহী,ন্যাশনাল চেম্বার ফর কটেজ এন্ড স্মল ইন্ডাস্ট্রির অন্যতম পঙ্কজ কুমার মালো।
এছাড়াও কলকাতা থেকে আগত সমাজের বিভিন্ন স্তরের 25 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজকর্মী।সকলকে সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়।
All India NGO Welfare Association এর কেন্দ্রীয় সভাপতি ও সমাজ বিজ্ঞানী তাপস দে রাইপুর ব্লকের একটি সমাজসেবী NGO সমন্বয় ট্রাস্টকে সমাজের বিভিন্ন স্তরে তাদের বিস্তৃত উন্নয়ন মূলক কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন ।সমন্বয় ট্রাস্টের কর্ণধার হেমন্ত করন সমন্বয় ট্রাস্টের আগামীর লক্ষ্য ‘শিক্ষা,স্বাস্থ্য, আহার,এই আমাদের অঙ্গীকার ‘ এটিকে সামনে রেখে সমাজের সকল প্রকার মানুষকে সমন্বয় ট্রাস্টের সাথে থাকার আহ্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *