রাইপুরের পচামি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন
। সাধন মন্ডল ,বাঁকুড়া:—–+-আজ পহেলা এপ্রিল সোমবার রাইপুর ব্লকের পচামী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ৭৯তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল ।এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাইপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রসেনজিৎ মল্লিক,
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সম্পাদক তথা শিক্ষক বাপ্পাদিত্য মন্ডল,বক্সি হাই স্কুল এর সভাপতি রাজীব ঘোষ ,রিনা চ্যাটার্জী, সৌরভ ভূঁইয়া, রাজ শেখর পাল, অমিয় রঞ্জন কর ,বিদ্যালয়ে প্রধান শিক্ষক লহর চন্দ্র বেজ, সহ শিক্ষক সোমনাথ দে, পার্শ্ব শিক্ষিকা রাইমনি মান্ডি এবং পাশাপাশি অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বিদ্যালয়ের ৭৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে ৭৯টি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাইপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রসেনজিৎ মল্লিক। অনুষ্ঠানের সূচনা করে বিদ্যালয়ের ভুয়সি প্রশংসা করেন অবর বিদ্যালয় পরিদর্শক। তিনি বলেন আমরা দেখেছি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে বিদ্যালয়গুলো প্রায় ছুটি থাকে সেখানে পচামি বোর্ড প্রাথমিক বিদ্যালয় একটি দৃষ্টান্ত স্থাপন করল যে ছুটি না দিয়ে আনন্দ সহকারে বিদ্যালয়ের জন্মদিন পালন করা যায়। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে ছাত্র-ছাত্রীরা নাচ ,গান, আবৃত্তি পরিবেশন করে। এখানে উল্লেখ্য এই বিদ্যালয়ে বর্তমান শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯৫জন, শিক্ষক-শিক্ষিকা তিনজন ও একজন পার্শ্ব শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লহর চন্দ্র বেজ বলেন আমরা যেমন আমাদের জন্মদিন পালন করি তেমনি আমাদের বিদ্যালয়ের জন্মদিনটিও যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা কর্তব্য ও উচিত বলে আমার মনে হয় তাই আমরা আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস নয় বিদ্যালয়ের জন্মদিন পালন করলাম। এবং এই উপলক্ষে ছাত্র-ছাত্রীদের ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের মুখে ডাল ভাত সবজি মাংসের সাথে পায়েস মিষ্টি দই পাপড় চাটনী তুলে দিতে পেরে নিজেদের আনন্দ লাগছে। বিশেষ করে বিদ্যালয়ের জন্মদিনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মুখে পায়েস তুলে দিতে পেরে আমরা খুশি। অনুষ্ঠানটি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ। আমরা কৃতজ্ঞ বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী রাজীব ঘোষ মহাশয়ের কাছে।