রাইপুরে কর্তব্যরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ার স্বদেশ নাদ এর
। সাধন মন্ডল বাঁকুড়া:——রবিবার আনুমানিক সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর রাইপুর এলআইসি মোড়ের সন্নিকটে তৃণমূল কংগ্রেস ের ব্লক কার্যালয়ের সামনে। রাজ্য সড়কের উপরে বাইক দুর্ঘটনার ঘটনাটি ঘটে। রাস্তার উপরে যেতে যেতে স্বদেশের বাইকটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সেই সময় অপর দিক থেকে আসা অন্য একটি বাইক তার বাইককে সজোরে ধাক্কা মারে। দুজনে ঘটনা স্থলে লুটিয়ে পড়ে ,স্থানীয়রা ও রাইপুর থানার পুলিশ তড়িঘড়ি তাদের রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর উভয়কেই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। স্বদেশের আঘাত গুরুতর হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাঁকুড়া থেকে কলকাতা যাওয়ার পথে আরামবাগের কাছে গাড়িতেই তার মৃত্যু হয়। ময়না তদন্তের পর তার মৃতদেহ আজ বিকেল পাঁচটা নাগাদ রাইপুর সবুজ বাজারে এলে শয়ে শয়ে মানুষ তাকে শেষ দেখা দেখতে রাইপুর ট্রাফিক মোড় ও বকুলতলা মোড়ে বাড়িতে হাজির হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক, গ্রাম পঞ্চায়েত সদস্য পাপ্পু দত্ত সহ এলাকার অগণিত মানুষ। সকলের চোখের জলে বিদায় নিল তরতাজা একটি প্রাণ। মা-রিতা নাদ ও বাবা বিশ্বজিৎ নাদের একমাত্র সন্তান স্বদেশ রাইপুর এলাকার খুব জনপ্রিয় ছেলে ছিল। মানুষের সময়ে অসময়ে পাশে দাঁড়াতো সমাজসেবায় যুক্ত ছিল। তাদের একমাত্র চায়ের দোকানে অক্লান্ত পরিশ্রম করত ডিউটির ফাঁকে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। সে তার স্ত্রী মধুমিতা নাদ ও এগারো বছরের শিশু কন্যা ও আট বছরের শিশু পুত্রকে রেখে গেল। স্থানীয় বিধায় ক মৃত্যুঞ্জয় মুর্মু স্বদেশের মৃতদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করে বলেন আমরা স্বদেশের পরিবারের পাশে রয়েছি সরকারি নিয়ম অনুযায়ী স্বদেশ এর পরিবার যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করব। স্বদেশের মৃত্যুতে রাইপুর বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে।।