রাইপুরে কুমারী কে ভাগবতী স্বত্বায় পূজা।

Spread the love

রাইপুরে কুমারী কে ভাগবতী স্বত্বায় পূজা।


শুভদীপ মন্ডল বাঁকুড়া:-আজ শুক্রবার জগদ্ধাত্রী পূজার মহা নবমী তিথি এই তিথিতে দশম বর্ষীয়া অন্বেষা মুখার্জী এবারের রাইপুরের চট্টোপাধ্যায় পরিবারের জগদ্ধাত্রী পূজায় ‘অপরাজিতা’ রূপে পূজিতা হল।পুরোহিত সুকুমার চক্রবর্তী বলেন, এখানে শুক্লা নবমীর দিন দেবী জগদ্ধাত্রী র সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা করা হয়। এদিনই হোম ও কুমারী পূজা হয়। পরদিন বিসর্জন হয়। পূজা উদ্যোক্তা পরিবারের সদস্য অরবিন্দ চট্টোপাধ্যায় (বাপ্পা) বলেন, এই মন্দিরের কুমারী পূজা অন্যতম আকর্ষণ। এবারের কুমারী র বাবা অর্ধেন্দু মুখার্জী ও মা বৈশাখী দেবী বলেন আমাদের মেয়েকে এবারে কুমারী পূজার জন্য নির্বাচিত করায় খুব ভালো লাগছে। প্রাচীন এই পুজো পারিবারিক হলেও এলাকার মানুষজন পুজো দেখতে ভিড় করেন। এই দিন ভক্তদের ও দর্শনার্থীদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *