সাধন মন্ডল,
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে রাইপুর ব্লক সহ কৃষি অধিকর্তার করনের পরিচালনায় আজ শুক্রবার একদিনের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রাইপুর ডি ,আর, এম ,এস এর হল ঘরে ।এদিন আর কে ভি ওয়াই এর বাদশা ভোগ ধান, মিলেট চাষ সহ ডাঙ্গা ও তড়া জমিতে তৈলবীজ সহ অন্যান্য বিকল্প চাষ নিয়ে বিশেষ আলোচনা হয় শিবিরে। শিবিরে রাইপুর ব্লক সহ কৃষি অধিকর্তা তথাগত নাথ বলেন রাইপুর ব্লক এলাকায় বর্তমানে একটা সবুজ বিপ্লব ঘটেছে এখানে যে সমস্ত এলাকায় এক ফসলী চাষ হতো সেখানে উন্নত প্রথায় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে দু ফসলি ও তিন ফসলি চাষ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহযোগিতা। রাইপুর ব্লক এলাকায় চারটি fpc খোলা হয়েছে সেখানে চাষিরা যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বুঝে নিচ্ছেন আত্মমা প্রকল্পের কর্মীরা এই উন্নত প্রথায় চাষ করার ক্ষেত্রে চাষীদের বিভিন্নভাবে উৎসাহিত করছেন। বর্তমানে রাইপুর ব্লক এলাকায় ধান ছাড়াও তরমুজ ও বাদাম চাষে ব্যাপক সাফল্য এসেছে। রাইপুরে এদিনের শিবিরে ৮৫ জন কৃষকের হাতে ভুট্টা বীজ ও কীটনাশক তুলে দেওয়া হয়। আজকের শিবিরে উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা ব্লক সহ কৃষি অধিকর্তা (বিষয়বস্তু )দেবীপ্রসাদ নায়েক, হরিপদ মুর্মু ,রাইপুর ব্লক সহ কৃষি অধিকর্তা তথাগত নাথ রাইপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দুলে , পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্রনাথ মাহাতো আত্মমা প্রকল্পের রাজীব ঘোষ ,উত্তম ঘোষ ,উদয় ভানু পাল প্রমুখ। এদিনের শিবিরে মহিলা কৃষকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শিবিরে উপস্থিত হওয়া পানমনি মান্ডি সুমিত্রা সরেন রা বলেন বর্তমান রাজ্য সরকার আমাদের উন্নতির জন্য অনেক কিছু করছেন। আগে আমরা সেভাবে কোন বীজ সরকারিভাবে সাহায্যে পেতাম না। এখন আমরা ধান, গম, ছলা, ভুট্টা ,সর্ষে সহ নানা রকম বীজ বিনা পয়সায় পেয়ে থাকি তাছাড়া এই অফিসে এলে নানা রকম কীটনাশকও বিনামূল্যে পাই এবং চাষের পদ্ধতি সম্পর্কে জেনে যাই ফলে আমাদের ফলন ভালো হয়।