রাইপুরে দক্ষিণা কালীর অষ্টমঙ্গলায় নরনারায়ণ সেবায় জনজোয়ার ।

Spread the love

রাইপুরে দক্ষিণা কালীর অষ্টমঙ্গলায় নরনারায়ণ সেবায় জনজোয়ার ।

সাধন মন্ডল বাঁকুড়া:——–রাইপুর বকুলতলা দক্ষিণা কালী পূজা কমিটির উদ্যোগে কালীপুজোর অষ্টমঙ্গলা উপলক্ষে আজ বৃহস্পতিবার পংক্তি ভোজের আয়োজন করা হয়েছিল পংতিভোজে প্রায় ১২ হাজার মানুষের অন্নের ব্যবস্থা করেছিলেন দক্ষিণা কালী পূজা কমিটি। উদ্যোক্তাদের পক্ষে পাপ্পু দত্ত, জয় নাদ ,আশীষ সুরাল , বোধাদিত্য নাদ, সৌরভ দে রা বলেন প্রতিবছরই অষ্টমঙ্গলার দিন এই পংতিভোজের আয়োজন করে থাকি গতবছর ১০ হাজারেরও বেশি মানুষ অন্ন গ্রহণ করেছিলেন ।এটা রাইপুর বকুলতলা দক্ষিণা কালীর ঐতিহ্যবাহী অনুষ্ঠান । অন্যান্য পুজো কমিটিতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এখানে মূল অনুষ্ঠান হল নরনারায়ণ সেবা ।রাইপুর ব্লক এলাকার রাইপুর বাজার ,শিমলি, দুবনালা, শিরোমনিপুর, পাঁড়ড়ি, হরিহর গঞ্জগড়, ফকিরা গাড়া, রাউতোড়া,সহ সারেঙ্গা ব্লক এলাকার চিলতোড়, সিদি, গোডাঙ্গা ,বাগজাতা, গোপালপুর, বাসুদেবপুর , সিঙ্গনা মোহন, পাঁচবেড়িয়া, বানপুর, প্রভৃতি গ্রামএলাকার মানুষজন এই পংক্তি ভোজে অংশগ্রহণ করেন। পুরোটাই এলাকার মানুষের দানে অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যা আটটা থেকে পূজা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে খিচুড়ি প্রসাদ রান্নার আয়োজন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *