সাধন মন্ডল,
ফসলের অবশিষ্টাংশ পুড়ানো বা ন্যাড়া পুড়ানো প্রতিরোধ দিবস পালিত হলো আজ সারা রাজ্যজুড়ে। রাইপুর ব্লকেও রাইপুর ব্লক সহ কৃষি অধিকর্তা তথাগত নাথ এর উদ্যোগে এই উপলক্ষে ফার্মাস ক্লাবের সদস্য সদস্যা দের নিয়ে একটি ন্যাড়া পোড়ানো প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হলো রাইপুরে, রাইপুর সবুজ বাজারে কৃষি বিভাগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার, সহ রাইপুর ব্লক কৃষি বিভাগের কর্মীবৃন্দ ও কৃষি প্রযুক্তির সহায়ক বন্ধুরা ও সমাজসেবী রঞ্জিত মিশ্র প্রমুখ। মিছিলটি পরিচালনা করেন রাইপুর ব্লক সহ কৃষি অধিকর্তা তথাগত নাথ। মিছিলটি রাইপুর বাজার পরিক্রমা করে রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ের সামনে এসেছে শেষ হয়। ন্যাড়া পোড়ানোর ক্ষতিকারক দিকগুলি নিয়ে বিশদ ব্যাখ্যা করেন ব্লক সহ কৃষি অধিকর্তা তাছাড়া তিনি চাষীদের উদ্দেশ্যে বলেন ন্যাড়া না পুড়িয়ে সেগুলো থেকে অনেক কিছু করা যায় যা চাষীদের লাভজনক হতে পারে। সেগুলিও তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দেন।