সাধন মন্ডল বাঁকুড়া:—–পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে সম্প্রীতির লক্ষ্যে রাইপুর ব্লক প্রশাসনের আধিকারিক, রাইপুর থানা প্রশাসনের আধিকারিকবৃন্দ ও অন্যান্য পুলিশ কর্মীবৃন্দ এবং রাইপুর গ্রামীণ হাসপাতালে ডাক্তার বাবু স্বাস্থ্যকর্মী ও রোগীদের হাতে হাতে রাখি বাঁধলেন সংগঠনের সদস্যারা। প্রতিবন্ধী সম্মিলনীর মহিলারা রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ থেকে নতুন বস্ত্র পেয়েছিলেন তারা আজ সেই নতুন শাড়ি পরে প্রদীপ জ্বালিয়ে ধান দূর্বা দিয়ে বরণ করে আধিকারিক সহ অন্যান্য কর্মীদের হাতে রাখি বেঁধে দিলেন। তারা প্রথমে রাইপুর থানাতে হাজির হয়ে থানার আইসি সহ অন্যান্য অফিসার ও পুলিশ কর্মী ,সিভিক ভলেন্টিয়ার দের হাতে রাখি বেঁধে দেন পরে তারা রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ে গিয়ে সমস্ত আধিকারিক সহকর্মীদের হাতে সম্প্রীতির রাখি বেঁধে দেন। কেন আজ রাখি বন্ধন কর্মসূচি জানতে চাইলে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর, বাঁকুড়া জেলা কমিটির সভাপতি- বাদল রুইদাস, বলেন গতকাল সরকারি অফিস কাছারি বন্ধ থাকায় আমরা এই কর্মসূচিটি বিভিন্ন কার্যালয়ে পালন করতে পারিনি। তাই আজ এই সম্প্রীতির রাখি বন্ধনের কর্মসূচিটি পালন করলাম।। আজকের এই কর্মসূচিতে রাজ্য কমিটির সদস্য উত্তম ঘোষ , কার্তিক দুলে,জ্যোৎস্না সরদার,বর্ণালী মাহাতো, টুম্পা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।