রাইপুরে মহামায়া মন্দিরে চলছে নব কুঞ্জ মহোৎসব

Spread the love

রাইপুরে মহামায়া মন্দির এ চলছে নব কুঞ্জ মহোৎসব

। সাধন মন্ডল বাঁকুড়া:—-রাইপুরের চাঁদুডাঙ্গা গ্রামে মা মহামায়া মন্দির সংলগ্ন মাঠে চলছে নবকুঞ্জ মহা মহোৎসব ।এই নব কুঞ্জ উৎসবে বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ নাম সংকীর্তন শুনতে আসছেন এবং দর্শন করছেন সাথে বাড়তি পাওনা গ্রামীন মেলা নাগরদোলা রেলগাড়ি তে চড়া সাথে পাঁশকুড়ার চপ খেয়ে বাড়ি ফেরা। এই নব কুঞ্জ উৎসবের আজ অষ্টম দিন অষ্টম দিনে ৫০ হাজারেরও বেশি ভক্তবৃন্দের সমাগম ঘটেছে ।জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ আসছেন এবং নাম শ্রবণ করছেন সাথে বারোয়ারি মেলায় বিভিন্ন পৌরাণিক পুতুলগুলি দর্শন করছেন ও আনন্দ উপভোগ করছেন। এখানে উল্লেখ্য পৌরাণিক কাহিনী অবলম্বনে বেশ কিছু মাটির পুতুল তৈরি করা হয়েছে যা দেখতে শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধারাও ভিড় ঠেলে সামিল হচ্ছেন। আজ এই উৎসবের অষ্টম দিন এই দিনে ভিড় সামলাতে রাইপুর থানার ৫০ জনেরও বেশি পুলিশ কর্মী (সিভিক ভলান্টিয়ারসহ) হিমশিম খেলেন রাত্রি এগারোটা পর্যন্ত। আগামীকাল আরো বেশি ভিড় হবে বলে আশা করছেন উদ্যোক্তারা ।তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছেন বলেই জানা যায়। এখানে উল্লেখ্য এই নাম সংকীর্তন উপলক্ষে মা মহামায়া নতুন মন্দির তৈরির জন্য দান মেলার ব্যবস্থা করা হয়েছে সেখানে মেলায় আগত দর্শনার্থীরা যথাসাধ্য দান করে যাচ্ছেন। মন্দির নির্মাণ কমিটির সদস্য সেন্টু দত্ত তপন সাহা, বনমালী পাত্র ত্রিভঙ্গ লাহা মধুসূদন মন্ডল রা বলেন প্রায় ৬ কোটি টাকা পেয়ে নতুনভাবে সেজে উঠছে মা মহামায়া মন্দির যা বিভিন্ন এলাকার মানুষের স্বেচ্ছায় দানে। নব কুঞ্জ মহোৎসবে মন্দির নির্মাণে কয়েক লক্ষ টাকা আসবে বলে আমাদের আশা। নব কুঞ্জ মহোৎসবে জেলার ও জেলার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে ৫০ টিরও বেশি হরিনাম সংকীর্তনের দল এসেছেন এবং তারা নাম বিলি করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *