রাইপুরে মুখ্যমন্ত্রীর জনসভা কে সফল করতে তৃণমূল শিক্ষক সমিতির সদস্য দের সাথে বিশেষ বৈঠকে প্রার্থী অরূপ চক্রবর্তী

Spread the love

রাইপুরে মুখ্যমন্ত্রীর জনসভা কে সফল করতে তৃণমূল শিক্ষক সমিতির সদস্য দের সাথে বিশেষ বৈঠকে প্রার্থী অরূপ চক্রবর্তী

সাধন মন্ডল বাঁকুড়া:——- সন্ধ্যায় রাইপুর সবুজ সংঘের মাঠে পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতি ও মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির নেতৃত্ব ও সদস্যদের সাথে আগামী লোকসভা নির্বাচন ও ৮ ই এপ্রিল মুখ্যমন্ত্রীর জনসভা নিয়ে বিশেষ বৈঠক করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী।বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আগামী লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে ভেদাভেদ রাগ অভিমান ভুলে হাতে হাত মিলিয়ে মা মাটি মানুষের সরকারের বিভিন্ন উন্নয়ন মুখী কাজগুলি ও বিভিন্ন জনসভা প্রকল্পগুলির কথা তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে। শিক্ষক মশাই রায় পারেন সেই কাজ করতে কেননা এখনো শিক্ষক মশাইদের মানুষ সম্মান করেন তাদের কথাকে বেদ বাক্যের মত মেনে চলেন । শিক্ষকরাই হলেন জাতির মেরুদন্ড। আজ আমি গর্বিত ও আপ্লুত যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক মশায়রা আমার ডাকে আজকের বৈঠকে হাজির হয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ভোট প্রসঙ্গে তিনি বিজেপির সাংসদ তথা বর্তমানের প্রার্থী ডাক্তার ও সুভাষ সরকার সম্পর্কে বলেন তিনি কি কাজ করেছেন তার হিসেব দিতে পারছেন না। তাকে কেন মানুষ ভোট দিবেন ? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েও শিক্ষার উন্নয়নে জেলার জন্য বা সংসদ এলাকার জন্য কিছুই করলেন না বলেও তিনি অভিযোগ করেন। উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের কাছে তিনি বলেন আপনারা মা মাটি মানুষের সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলির কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্মু, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ ঘোষ, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার, রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোরাচাঁদ কান্ত বাঁকুড়া সাংগঠনিক জেলা প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির জেলা সভাপতি জয়ন্ত চন্দ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গৌতম গরাই ,প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য মন্ডল সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র, তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায়, শিক্ষক নেতা গৌতম বিশ্বাস তালডাংরা ব্লক মাধ্যমিক শিক্ষক সমিতির ব্লক নেত্রী শিক্ষিকা শ্রেয়া দত্ত প্রমূখ। সভাটি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রীঅধ্যাপক শ্যামল সাঁতরা। এদিনের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে দুই হাজারেরও বেশি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হাজির হয়েছিলেন। আজকের সান্ধ্যকালীন সভা প্রমাণ করে দিয়েছে আগামী সোমবারের মুখ্যমন্ত্রীর জনসভায় জনপ্লাবন ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *