সাধন মন্ডল,
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাইপুরের চাঁন্দু ডাঙ্গা গ্রামের মা মহামায়া মন্দির কমিটির উদ্যোগে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হলো। এই উপলক্ষে মন্দির কমিটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাইপুর সবুজ বাজার মোড়ে পথ চলতি মানুষজনের হাতে রাখি বেঁধে দিল উপস্থিত বোনেরা সাথে মায়ের মন্দিরের প্রসাদ তাদের হাতে তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে মন্দির কমিটির কর্মকর্তা তথা নব রূপে মন্দির নির্মাণ কমিটির সম্পাদক বীরেন্দ্রনাথ ঘোষ বলেন আমাদের মা মহামায়া প্রায় সাড়ে 300 বছরের পুরানো রাইপুরের এই মন্দিরের একটি আলাদা ঐতিহ্য রয়েছে। এখানে উল্লেখ্য প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে পুরানো মন্দির ভেঙ্গে নতুন ভাবে মন্দির তৈরি হচ্ছে যা সম্পূর্ণ হলে বাঁকুড়া জেলার দৃষ্টিনন্দন মন্দির হবে বলে মন্দির কর্তৃপক্ষ ও এলাকাবাসী মনে করেন ।মন্দির কমিটি রাখি বন্ধন উৎসব পালন করে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন বলে পথ চলতি মানুষজন ও এলাকাবাসী অভিমত ব্যক্ত করেন এজন্য মন্দির কমিটিকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।