সাধন মন্ডল,
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ রাইপুরে এক জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাইপুর থানা গোড়া বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল রাইপুর বাজার পরিক্রমা করে রাইপুর সবুজ বাজার জনসভা মঞ্চে শেষ হয়। মিছিলে পা মেলান শুভেন্দু অধিকারী সাংসদ সৌমিত্র খাঁ সহ বিজেপি নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বালিকাণ্ড, কয়লা কাণ্ড, গরু পাচার কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে এবং সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুকে নিয়ে যে কুরুচি কর মন্তব্য করেছেন মন্ত্রী অখিল গিরি তারও তীব্র প্রতিবাদ জানান তিনি। এছাড়া তিনি মাওবাদী সময়ের কথা তুলে ধরেন এবং দাবি করে বলেন শুভেন্দু অধিকারী ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহলে ঢোকার সাহস ছিল না ।বিভিন্ন চাকরির ক্ষেত্রে তিনি স্বজনপোষণের কথা তুলে ধরেন এবং একটা সম্প্রদায়কে বেশি চাকরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। এ দিনের সভা মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ সংসদ ডাঃ সুভাষ সরকার বাঁকুড়া জেলার সমস্ত বিজেপি বিধায়কগণ জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল প্রাক্তন জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র। বিজেপি নেতা ক্ষুদিরাম টুডু সহ বিশিষ্টরা ।রাইপুর সবুজ বাজার ট্রেকার্স স্ট্যান্ডে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে তিনি রাইপুর সবুজ বাজারে পণ্ডিত রঘুনাথ মুরমু ও সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পরে মঞ্চে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা জানান। সভাকে কেন্দ্র করে রাইপুর বাজারে ভিড় উপচে পড়েছিল।