রাইপুরে সাঁতার প্রতিযোগিতা।
সাধন মন্ডল বাঁকুড়া:—রাইপুর ব্লক গেমস অ্যান্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে প্রথম বর্ষ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রাইপুর থানা গোড়া বামুন বাঁধে। ভরা বর্ষায় টইটম্ব ুর বাঁধে চলল এলাকার প্রথম সাঁতার প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। যেহেতু সাঁতার প্রতিযোগিতা এলাকায় এই প্রথম তাই এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে প্রথম হয়েছেন মিলন সর্দার ,দ্বিতীয় মুন্না দুলে ও তৃতীয় স্থান দখল করেছেন শুভদীপ দুলে। একাডেমির সম্পাদক অশোক কাহার সিনহা বলেন আমাদের এলাকায় এই ধরনের প্রতিযোগিতা এর আগে হয়নি আমরাই প্রথম উদ্যোগ নিয়ে এই সাঁতার প্রতিযোগিতা করলাম। প্রতিযোগিতায় মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি গৌতম বিশ্বাস এলাকার বিশিষ্ট কবি সাহিত্যিক রামদাস মান্ডি প্রমূখ।