রাইপুর থানা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার বিশেষ শিবির
। সাধন মন্ডল বাঁকুড়া:——পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সারা বছর ধরেই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয়ে চলেছে। সাম্প্রতিককালে বিভিন্ন এলাকায় পথ দুর্ঘটনার সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে বারবার সচেতনতার প্রচার ও মিছিল করেও পথ দুর্ঘটনা ঘটছে, বেশ কিছু দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে পুলিশ প্রশাসন দেখেছে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ট্রাক্টর ট্রলি গাড়ি গুলোর যে সমস্ত চালকরা গাড়ি চালাচ্ছেন তাদের মধ্যে কিছু কিছু চালকের বৈধ কাগজপত্র নেই। সেই জন্য পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাইপুর থানা পুলিশ প্রশাসন। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার ১২ই মার্চ রাইপুর থানা এলাকার গাড়ি মালিকদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছিলেন রাইপুর থানা পুলিশ ।সেখানে রাইপুর থানার পক্ষ থেকে পথঃ নিরাপত্তার বিষয়ে বেশ কিছু বার্তা দেওয়া হয় সেগুলির মধ্যে অন্যতম হলো গাড়ি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গাড়িগুলির বৈধ কাগজপত্র গাড়ির সঙ্গে থাকতে হবে, মদ্যপান করে গাড়ি চালানো, কানে হেডফোন নিয়ে গাড়ি চালানো যাবেনা। তাছাড়া মোটরবাইক আরোহীদের হেলমেট ছাড়া বাইক না চালানোর উপর জোর দেওয়া হয়েছে। আজ থানা প্রাঙ্গনে সচেতনতা শিবিরে দুই শতাধিক গাড়ির মালিকদের পথ নিরাপত্তার বিষয়গুলি বুঝিয়ে দেওয়া হয়েছে। সরকারি নিয়ম গুলো মানতে এক সপ্তাহ সময় দিয়েছে পুলিশ প্রশাসন তার মধ্যে যাদের যে সমস্ত কাগজ নেই সেগুলি অবিলম্বে সরকারি নিয়ম মেনে করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে ।এ ব্যাপারে রাইপুর থানা ইন্সপেক্টর ইনচার্জ পলাশ কুমার বারিক বলেন এগুলো আমাদের নিয়মিত শিবির। আমাদের থানার পক্ষ থেকে প্রতি ১৫ দিন অন্তর থানা এলাকার বিভিন্ন প্রান্তে এ নিয়ে সচেতনতার মিছিল বের করা হয়। কিন্তু শুধু মিছিল নয় এবার গাড়ির মালিকদের সচেতন করা প্রয়োজন বলে মনে হয়েছে তাই আমরা আজকের এই শিবিরের আয়োজন করেছি এ ব্যাপারে গাড়ি মালিকদের কাছ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। গাড়ির মালিকদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে প্রতিটি ব্লক অফিসে অথবা থানায় ড্রাইভিং লাইসেন্সের শিবির করা হোক। যেখান থেকে এলাকার উৎসাহী গাড়ি চালকরা বৈধ লাইসেন্স করে নিতে পারবে।