রাইপুর থানা শ্যামা পূজা কমিটির উদ্যোগে বস্ত্রদান শিবির।
সাধন মন্ডল বাঁকুড়া:-শ্যামা পূজা উপলক্ষে রাইপুর থানা সার্বজনীন পুজো কমিটির উদ্যোগে আলোকমালায় সাজানো হয়েছে থানা প্রাঙ্গণ ও মন্দির চত্বর এছাড়া গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আজ এই উপলক্ষে প্রায় ২০০ জন দুস্হমানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল উপস্থিত ছিলেন রাইপুর থানা শ্যামা পূজা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী তারাপদ মহাপাত্র গৌতম বিশ্বাস, রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু , রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু,জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো জেলা পরিষদ সদস্য কালিপদ সরেন , রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক সহ বিশিষ্ট মানুষজন। আগামীকাল পর্যন্ত চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। সমস্ত অনুষ্ঠানগুলি পরিচালনা করছেন অশোক কাহার ( সিনহা)
