রাইপুর বাজার সার্বজনীনের খুঁটিপুজো হল
। সাধন মন্ডল বাঁকুড়া:—-জঙ্গলমহলের রাইপুর সার্বজনীন এর দুর্গাপুজোর খুঁটি পুজো হলো আজ রথযাত্রার পূর্ণ লগ্নে। আর বিকেলে খুঁটিপূজা হল গড় রাইপুর উচ্চ বিদ্যালয় এর মাঠে। এখানে পূজা কমিটির সদস্য সদস্যা ছাড়াও উপস্থিত হয়েছিলেন এলাকার বেশ কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। এটি সার্বজনীনের ২৮ তম বর্ষের পুজো এবারের পূজোর থিম চোখের আলোয়। প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এবারের পুজো প্যান্ডেল তৈরি হবে বলে জানা গেছে। কয়েক বছর ধরেই রায়পুরের পুজো প্যান্ডেল দর্শকদের মন কেড়েছে। এবারে পূজো প্যান্ডেলে লক্ষাধিক দর্শনার্থী তিন দিনে পূজা প্যান্ডেলে হাজির হবেন বলে উদ্যোক্তাদের আশা।